আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, উপরোক্ত বিবরণসমূহ সঠিক। আমি আরও অঙ্গীকার করছি যে, পূর্ব তেলিখালী নূরে মাদিনা মাদরাসা এর নিয়ম শৃঙ্খলা ও সদাচরণের নীতিসমূহ পরিপূর্ণভাবে মেনে চলব। মাদরাসার অনুমতি ব্যতিরেকে প্রশিক্ষণ অসমাপ্ত রেখে চলে যাব না। নির্ধারিত বেতন ও অন্যান্য ফি যথাসময়ে পরিশোধ করব। আমি ইসলামি শরীয়াহ মোতাবেক যাবতীয় কাজ করব ইন-শা-আল্লাহ। এ মাদরাসায় শিক্ষা জীবনে অন্য কোন কাজে জড়িত হবো না। দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সহিত আদায় করব। সর্বদা সত্য কথা বলব। মাদরাসার ক্যাম্পাসে মোবাইল ব্যবহার করবো না। আমল-আখলাক মার্জিত ও সুন্দর করতে এবং পোষাক পরিচ্ছেদে ইসলামী আদর্শ অনুসরণ করতে সর্বদা সচেষ্ট থাকব। পরিষ্কার পরিচ্ছন্নতা, নম্রতা ও ভদ্রতার সহিত উন্নত জীবন যাপনের জন্য চেষ্টা করব। আল্লাহর ভয়, আখিরাতের স্মরণ ও সুন্নাহর পূর্ণ অনুসরণের মাধ্যমে চরিত্র সচেষ্ট থাকব। ছাত্রদের সাথে মিলেমিশে থাকব। কখনও দলাদলি বা কোন্দল সৃষ্টির কোন অপতৎপরতায় লিপ্ত হবোনা। প্রতি শিক্ষাবর্ষে শতভাগ মাদরাসায় উপস্থিত থাকার চেষ্টা করব। যথারীতি বাড়ির কাজ সম্পাদন ও গৃহপাঠে মনোযোগি হবো। মাদরাসা কর্তৃক নির্ধারিত পোষাক পরে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকব। প্রতিষ্ঠান ও দেশের স্বার্থবিরোধী কোন কাজে জড়িত হবো না।
উপরোক্ত যে কোন শর্ত লঙ্ঘিত হলে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পস্তুত থাকব। এতে আমার বা অভিভাবকের কোন প্রকার আপত্তি করার
অধিকার থাকবে না। শর্তসমূহ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পড়ে-বুঝে স্বাক্ষর করলাম।