
মুফতি আব্দুল হান্নান ( পরিচালক )
পরিচালকের বানী।
الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده . أما بعد আল্লাহ তা'য়ালা ও স্বীয় রাসূলের ঘোষিত শ্রেষ্ঠ জাতি মানুষ বর্তমানে এমন এক কুলষিত যুগে পর্দাপন করেছে যে যুগে মহা গ্রন্থ আল-কুরআন ও হাদীসের সত্যতা, আল্লাহ পাকের অস্তিত্ব এবং রাসূল (সঃ) এর রিসালাতের উপর সঠিক ধারনা নেই। আক্বীদাহ ও আমলের ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত। ধর্মীয় দিক থেকে উদাসীন ও অনাসত্ত, তামাশা ও ক্রীড়া- কৌতুকে আকৃষ্ট, এহেন মূহুর্তে তোমরা কুরআন-হাদীসের বলে বলিয়ান হয়ে সকল প্রকার গোড়ামী, অজ্ঞতা, মূখর্তাকে অপসারিত করে এযুগকে রাসূল (সঃ) এর সেই স্বর্ণ যুগে পরিণত করবে। সবর্দা সত্যের উপর থাকবে অবিচল মিথ্যার ব্যাপারে হবে আপোষহীন।